Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার
Citizen Charter

সেবা প্রদান/কর্ম সম্পাদনের বিবরণী :
 
সহকারী কমিশনার (ভূমি)
এর কার্যালয়,
গাজীপুর সদর, গাজীপুর।
সেবা/পরিসেবার বিষয়বস্তু
সেবা/পরিসেবা প্রদানের সময়সীমা (কর্মদিবেস)
নির্ধারিত ফিস
কানুনগো
নামজারী সমূহ কর্তৃপক্ষের নির্দেশে মতামত প্রদান।
৩ (তিন) দিন।
নেই।
সম্মানিত ভূমির মালিকগণের আবেদন মতে সরেজমিনে তদন্ত পূর্বক কর্তৃপক্ষের নিকট প্রতিবেদন দাখিল করা।
৭ (সাত) দিন।
সার্ভেয়ার
সরকারী ভূমির সাথে ব্যক্তি মালিকানা বিষয়ে বিরোধ মিমাংসার জন্য সরেজমিনে ভূমির পরিমাপ করা।
১৫ (পনের) দিন
 
নেই।
বিজ্ঞ আদালতের নির্দেশ মতে সরেজমিনে তদন্ত পূর্বক তদন্ত প্রতিবেদন দাখিল করা।
১৫ (পনের) দিন
বিবিধ মোকদ্দমার দখলীয় প্রতিবেদন দাখিল করা।
১৫ (পনের) দিন
 
নামজারী সহকারী
নামজারীর জন্য আবেদনকারীর দরখাস্ত গ্রহণ পূর্বক যথাসময়ে কর্তৃপক্ষের নিকট উপস্থাপণ পূর্বক আদেশ মোতাবেক প্রস্তাব/প্রতিবেদন প্রেরণের জন্য ইউনিয়ন ভূমি অফিসে প্রেরণ করা। পরবর্তীতে ইউনিয়ন ভূমি অফিস হতে প্রতিবেদন/প্রস্তাব পাওয়ার পর কানুনগোর মতামত গ্রহণ পূর্বক সহকারী কমিশনার (ভূমি) মহোদয়ের নিকট সদয় আদেশের জন্য উপস্থাপণ।
নামজারীর আবেদন গ্রহণ হতে ৩০ (ত্রিশ) দিনের মধ্যে নিষ্পত্তি।
কোর্ট ফি- ৫/- টাকা।
সর্বমোট ২৪৫/- টাকা।  
আদর্শ গ্রাম সৃজন : আদর্শ গ্রাম প্রকল্প সরকার গ্রহণ করেন। কর্তৃপক্ষের নির্দেশক্রমে ভূমি চিহ্নিতকরণ পূর্বক আদর্শ গ্রাম সৃজনের জন্য কর্তৃপক্ষের নিকট প্রস্তাব প্রেরণ করা হয়। প্রস্তাব কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত হলে নির্দিষ্ট কমিটির মাধ্যমে ভূমিহীন পরিবার বাছাই পূর্বক কবুলিয়ত দলিল সম্পাদনের মাধ্যমে ভূমিহীন পরিবারগণের পুনর্বাসন করা।
 
 
সায়রাত মহাল : ফেরীঘাট ইজারা ব্যবস্থাপনা স্থানীয় সরকার বিভাগের নিকট ন্যস্ত রয়েছে। তবে আন্তঃউপজেলা ফেরীঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় কার্যালয় হতে ইজারা দেয়া হলে ইজারালব্ধ অর্থের ৫% টাকার হিসাব অত্র কার্যালয়ের সায়রাত রেজিষ্টারে সংরক্ষণ করা।
 
 
জলমহাল : জলমহাল/বালুমহাল এর ইজারা কার্যক্রম উপজেলা নির্বাহী কর্মকর্তার এবং জেলা প্রশাসকের কার্যালয় হতে ইজারা প্রদান করা।
 
 
আশ্রয়ণ/আবাসন : সরকার কর্তৃক আবাসন প্রকল্প গ্রহণ করেন। কর্তৃপক্ষের সিদ্ধান্তের আলোকে আশ্রয়ণ/আবাসন এর ভূমি চিহ্নিত করে বাস্তবায়নের জন্য কর্তৃপক্ষের বরাবরে প্রেরণ করা। কর্তৃপক্ষ কর্তৃক প্রস্তাব অনুমোদন হলে নির্ধারিত কমিটির মাধ্যমে আশ্রয়ণ/আবাসন প্রকল্পে ভূমিহীন পরিবারগণের বরাবর দলিল সম্পাদন পূর্বক বসবাসের ব্যবস্থা গ্রহণ করা।
 
 
পত্র প্রাপ্তি ও প্ররেণ
চঠিপিত্র গ্রহণ/বলি।
ভূমি সংক্রান্ত চিঠিপত্র/আবেদন যথাসময়ে কর্তৃপক্ষের নিকট উপস্থাপণ পূর্বক আদেশ মোতাবেক বিভিন্ন শাখায় বিতরণ।
 
২ (দুই) দিন।
 
 
 
 
নেজারত
নামজারী ও জমাভাগ নথিতে অর্পিত তালিকা যাচাই পূর্বক মতামত দাখিল করা।
০২ (দুই) দিন
 
হাট/বাজার/চান্দিনা ভিটি নবায়ন এবং অবৈধ দখলদার উচ্ছেদ সংক্রান্ত।
কর্তৃপক্ষের নির্দেশ মোতাবেক নির্দিষ্ট সময়ের মধ্যে
নেই।
উচ্ছেদ কার্যক্রম : খাস জমি চিহ্নিতকরণ পূর্বক অবৈধ দখলদারদের উচ্ছেদ কার্যক্রম গ্রহণ করা।
 
 
অর্পিত সম্পত্তি : অর্পিত সম্পত্তির তালিকা সংরক্ষণ পূর্বক লীজের নথী নবায়ন পূর্বক লীজের টাকা আদায় করা ।
 
 
বিবিধ
নামজারী ও জমাভাগ ভুল ত্রুটি সংশোধনের আবেদন কর্তৃপক্ষের নির্দেশ মোতাবেক বিবিধ মোকদ্দমা রুজু পূর্বক প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা।
০২ (দুই) দিন।
১০ টাকা।
ভূমি উন্নয়ন কর : বাৎসরিক ভূমি উন্নয়ন করের দাবী নির্ধারণ পূর্বক দাবী আদায়ে সার্বিক কার্যক্রম গ্রহণ করা।